চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দাতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সেই সাথে গত কয়েকদিনের তুলনায়, পানি বৃদ্ধির গতি কমে এসেছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অন্যদিকে মহানন্দায় পানি প্রবাহিত হচ্ছে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে।
পদ্মা-মহানন্দায় পানি বৃদ্ধির ফলে,নদী র্তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার নিম্লাঞ্চল ও কৃষি জমি প্লাবিত হয়েছে। মাঠের ধান নিয়ে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। পানি উন্নয়ন বোর্ড এ পরিস্থিতিকে বলছে,নদী তীরবর্তী এলাকায় সাময়িক জলাবদ্ধতা।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, জেলায় প্রায় ১৮৮৫ হেক্টর আউস ধানের জমি প্লাবিত হয়েছে। কোন কোন ক্ষেত তলিয়ে গেছে, কোনটায় আবার শীষ জেগে আছে, কোন ক্ষেতে হাটু পানি। এছাড়াও শাকসবজি, হলুদ শসাসহ বিভিন্ন কৃষিজমি মিলিয়ে জেলায় পানিতে নিমজ্জিত কৃষি জমির পরিমার ২ হাজার ৩২ হেক্টর।
ফারাক্কার প্রতিটি পয়েন্টে কমেছে পানি উল্লেখ করে, আগামী দুই তিন দিনের মধ্যে পদ্মা ও মহানন্দাতেও পানি কমার সম্ভবনার কথা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, পদ্মায় পানি বৃদ্ধির গতি কিছুটা কমে এসেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পযন্ত ৯ঘন্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৩ সেন্টিমিটার, অন্যদিকে মহানন্দায় ৩ সেন্টিমিটারের কাছাকাছি পানি বেড়েছে। এখনো এ দুই নদীর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের পর্যবেক্ষন, আগামী কালও কিছুটা পানি বাড়বে, এরপর স্থির হয়ে পানি কমা শরু হবে। দুই-তিন দিনের মধ্যেই পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে আশা করছি আমরা।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, জেলায় ২ হাজার ৩২ হেক্টর কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়েছে, এরমধ্যে শিবগঞ্জে ১২২২ হেক্টর ও সদর উপজেলায় ৮১০ হেক্টর। কৃষকের মাঠে থাকা ধান ও সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে, প্রায় ৮ হাজার ৭৯৫ কৃষক ক্ষতির মুখে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্থ হওয়া কৃষকদের একটা তালিকা করছি, পরবর্তী সরকারি বিভিন্ন সহায়তার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Welcome to Phonebook App!
Here you can manage all your contacts easily and efficiently.
0 Comments:
Post a Comment