মৌসুমের শুরুতে স্থানীয় গুটিজাত, এরপর গোপলভোগ, খিরসাপাতাসহ আমের অনেক জাতবৈচিত্র থাকে আমাদের, ভিন্ন ভিন্ন আমের স্বাদ নিতে পারি আমরা। প্রচলিত জাতগুলোর মধ্যে সবার শেষে পাকে আশি^র্না। আমের মৌসুমের শেষ সময়ে আশি^নার পাশাপাশি যদি আরো কয়েকটা আমের জাত থাকত, আরো কিছুদিন যদি গাছে গাছে আম থাকত,সবাই ্আম খেতে পারত, তাহলে মন্দ হত না।
প্রকৃতিই যেন আম প্রেমীদের সেই ইচ্ছা পূরণ করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ধান মিলেছে এমন আম গাছের, যে গাছের আম পাকে আশি^র্নারও পরে। প্রাকৃতিক ভাবে হওয়া জাতটির বৈশিষ্ট্য দেখে অভিভুত, চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের বিজ্ঞানীরা, তারা গেল দুই বছর এ জাতটি পর্যবেক্ষন শেষে এখন শুরু করেছেন নাবী জাত হিসাবে মুক্তায়নের প্রক্রিয়া । প্রাতিষ্ঠানিক সেই প্রক্রিয়া শেষ না হলেও আমটি নাবি হওয়া ও ভাল দাম পাওয়ায় ইতিমধ্যেই নাচোল উপজেলায় গড়ে উঠেছে বাগান।
কিভাবে পাওয়া গেল, নাবি এ জাতের সন্ধান, উত্তর জানতে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকায়, আতিকুল ইসলাম আরমান ও আশরাফুল আলমের পারিবারিক আম বাগানে। ২০১৬ সালের দিকে বাগানের কয়েকটি গাছে আমের নাবি বৈশিষ্ট নজরে আসে বাগান মালিকদের।
বাগানে প্রাকৃতিক ভাবে হওয়া নাবি বেশিষ্ট্যের আমের গাছগুলো দ্বিতীয় প্রজন্মের গাছ, জাতটির মাতৃগাছটি এখন আর নেই। দাদা-চাচাদের বসতভিটা ও জমিজমা ভাগ করার সময়ই গাছটি বিক্রি করা হয়েছিলো, তবে সেই সময় ওই গাছের কিছু কলম চারা লাগানো হয়েছিলো এ বাগানে। সেই কলম থেকেই এখনকার গাছগুলো। জানালেন বাগান মালিক আশরাফুল আলম।
ভিন্ন বৈশিষ্টের কারনে, এ আমের কথা চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার উদ্যাততত্ববিদ মোহাম্মদ হাবিবুল্লাহকে কয়েকবছর আগে জানিয়ে ছিলেন চৌডালা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মু মোমিনুল ইসলাম ।
গেল দুই বছর থেকে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্যাততত্ববিদ মোহাম্মদ হাবিবুল্লাহ পর্যবেক্ষন করেছেন আমের এ গাছগুলো,আমটির বৈশিষ্ট তাকেও আকৃষ্ট করেছে। এ উদ্যাততত্ববিদের মতে এটির সবচেয়ে বড় বৈশিষ্ট হলো এটি নাবি জাতের, সেপ্টম্বরের ১৫ তারিখ পযন্ত এ আম গাছে রাখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোজদার হোসেন নতুন সন্ধান পাওয়া এ আমটিকে বর্তমানে থাকা আরেক নাবি জাত গৌড়মতির থেকেও এগিয়ে রাখছেন। আমটির মিষ্টতা ও আদালা বৈশিষ্ট্যের কারনেই, এটিকে সম্ভবনাময় নাবি জাত বলছেন তিনি।
নতুন কোন জাত মুক্তায়ন হলে, প্রথমেই আসে নামকরনের বিষয়টি। সন্ধান পাওয়া নাবি জাতটির নাম করনে ইতিহাসকে সামনে এনেছেন চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার। এ অঞ্চলের কৃষকদের অধিকার আদায়ে, সংগ্রামী ইলামিত্র যে ত্যাগ ও ভালোবাসা দিয়েছেন, তাঁর প্রতি সন্মান জানিয়ে নতুন আমের জাতটি ইলামতি নামেই মুক্তায়ন করতে চাই প্রতিষ্ঠানটি।
নতুন এ নাবি জাতটি আমের মৌসুমের সময়কাল শুধু বাড়াবে না, এরমাধ্যমে আম কেন্দ্রিক বানিজ্যেরও নতুন দার উন্মোচিত হবে, লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন সংস্লিটরা।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment