আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন, হাস মুরগী পালনে দু:স্থ আসহায় ১৫০ নারীকে সহায়তা প্রদান করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এ সহায়তার চেক তুলে দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
নারীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলগীর হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোহরাব আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সিরাজুম মনির আফতাবি।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।