প্রতিবেদক,শিবগঞ্জ অফিস: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনাপুর বতকপাড়া এলাকা থেকে দুটি শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুজন আটক করেছে র্যাব। আটককৃতরা হল- সোনামসজিদ বালিয়াদিঘির শাকিব আলীর ছেলে শহিদুল ইসলাম (২২) ও একই এলাকার এজাবুল হকের ছেলে জান্নাতুল হক (২১)। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে র্যাবের একটি টহল দল সোনাপুর বকতপাড়ায় অভিযান চালায়। এসময় দুটি শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ শহিদুল ও জান্নাতুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Welcome to Phonebook App!
Here you can manage all your contacts easily and efficiently.