প্রতিবেদক,শিবগঞ্জ অফিস: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনাপুর বতকপাড়া এলাকা থেকে দুটি শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুজন আটক করেছে র্যাব। আটককৃতরা হল- সোনামসজিদ বালিয়াদিঘির শাকিব আলীর ছেলে শহিদুল ইসলাম (২২) ও একই এলাকার এজাবুল হকের ছেলে জান্নাতুল হক (২১)। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে র্যাবের একটি টহল দল সোনাপুর বকতপাড়ায় অভিযান চালায়। এসময় দুটি শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ শহিদুল ও জান্নাতুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">