মনিরুল ইসলাম, নাচোল:
পাশেই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা নিয়ে গড়ে উঠা আধুনিক শোধনাগার। প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত হওয়া এ শোধনাগারই এরই মধ্যে চালুও হয়েছে। তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাচোল পৌরসভার ট্রাকে করে নিয়ে আসা শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে আগের মতই রাস্তার পাশে। এতে করে এত টাকা খরচে নির্মিত হওয়া আধুনিক শোধনাগারটি খুব একটা কাজে আসছে না, উল্টো বর্জ্য শোধনাগারের সামনে থাকা ময়লা-আবর্জনার স্তুপে ছড়াচ্ছে দূর্গন্ধ, পথচারী, ওই এলাকার বাসিন্দা সবাই পড়েছেন ভোগান্তিতে।
নাচোল উপজেলার দরবেশপুর এলাকায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নির্মিত এ শোধনাগারের কার্যক্রম গত ৭ জুলাই উদ্বোধন করেছিলেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার। এরপর থেকেই কয়েকজন শ্রমিক এখানে কাজ করছেন। তবে তাদের কেউই কোন ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করছেন না, নেই কোন নির্ধারিত মাস্ক ও পোষাক।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার পাশেই ময়লা এনে জমা করে রাখার কারনে এলাকায় বাস টেকায় যাচ্ছে না, দূগন্ধে বসবাস করায় কঠিন হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বর্জ্য শোধনাগারের জন্য আনা ময়না আবর্জনা রাস্তায় পাশেই স্তুপ করে রাখা হচ্ছে এতে ছড়াচ্ছে দূগন্ধ, এলাকাবাসীর জীবন একজন অতিষ্ঠ হয়ে গেছে।
সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সংস্লিষ্ট কর্মকর্তা তাহসিনা সিরাজ জানান, ময়লা আবর্জনা পৌরসভার, তারা আমাদের এখানে পৌচ্ছে দিবে। আমাদের প্রকল্পের মধ্যেই তাদের ট্রাক নিয়ে আসবে। শোধনাগারের সামনে সড়কের পাশেই কেন ফেলে রাখা হচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন আমি বিষয়টি দেখছি।
এ বিষষে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, শ্রমিকদের স্বাস্থ্যগত সুরুক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে, আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলব।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কামাল হোসেন বলেন, আমি নতুন এসেছি, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যথাযথ পদক্ষেপ নিব।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment