সুই-সুতার কাব্যে বাঙালির মুক্তির সংগ্রাম


চাঁপাইনবাবগঞ্জের নারীদের সৃজনশীলতা বহুকাল থেকে ফুটে উঠে নকশিকাঁথায়। এবার নারীরা সুই-সুতার কাব্যে তুলে এনেছেন আমাদের গর্বের গৌরবের মুক্তির সংগ্রামকে। সুই-সুতার ফোড়ে ফোড়ে প্রতিটি ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছে বাঙ্গালীর সংগ্রামের, একটি স্বাধীন ভুখন্ড পাওয়ার সেই ইতিহাস।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের পাশে আয়োজন ছিলো নকশীকাঁখায় স্বাধীনতার ইতিহাস চিত্রায়ণ । এ আয়োজনে অংশ নেন নারীদের নিয়ে কাজ করা ১২টি সংগঠনের ১৪টি দল। তারা দলগতভাবে, সুইসুতার প্রতিটি ফোড়ে ফোড়ে নকশীকাঁখায় চিত্রায়ন করেছেন স্বাধীনতার ইতিহাস। নারীদের সুইসুতার সৃষ্টিশীলতায় ফুটে উঠেছে, জাতির জনক বঙ্গবন্ধুর ছবি, ৭মার্চেও ভাষণের সেই মহুর্তসহ ইতিহাসের নানা দিক।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নারীদের সৃজনশীল এ কাজ নিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জের নকশী কাঁথা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে, এখানকার নারীদের অবসরকাটে নকশী কাঁথা সেলাইয়ের মাধ্যমে। এরমধ্যে কেউ কেউ এটাকে জীবিকা নির্বাহের পথ হিসাবে খুজে নিয়েছে। আমরা চেয়েছিলাম নকশী কাঁথায় যদি আমাদের স্বাধীনতার ইতিহাসকে ফুটিতে তোলা যায়, সেই জন্য এ আয়োজন করা। দিনব্যাপী এ আয়োজনে নারীরা ফুটিতে তুলেছে আমাদের মুক্তিযুদ্ধ, জাতি পিতা বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠ, মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ অনেক কিছুই। আমি মনে করি আজকের এ আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নারীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়বে, তারা সুই-সুতার নিখুত কাজের মাধ্যমে নকশীকাথায় মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তুলবে। 


আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ জামান, সহকারী কমিশনার চন্দন কর, সহকারী কমিশনার রুহুল আমিনসহ আরও অনেকে।

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7