গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মেয়র পদে ৮জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৭ জন ও কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোতাওয়াক্কিল রহমানের নিকট প্রথমে আ’লীগের মনোনিত মেয়র প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস তার দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমাদেন। এ সময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা। এরপর বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তারিক আহমদ তার দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমাদেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীডা:জোহনাখাতুন ফেড্রিকসহ স্বতন্ত প্রার্থী হিসেবে আ:লীগ নেতা মতিউর রহমান খাঁন মতি , বিএনপি নেতা আশরাফুল হক ও ডা: মফিজ উদ্দিন, ফারুক আহম্মেদ স্বপন ও নুরে আলম সিদ্দিকী বিপ্লব মনোনয়ন পত্র জমাদেন। উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম জানান, আগামী ৩ জানুয়ারী সোমবার মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩০ জানুয়ারী ।স্কুলের গেইটের সামনে অবকাঠানো নির্মানের প্রতিবাদে মানববন্ধন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment