জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আয়োজক ছিলো চাঁপাইনবাবগঞ্জ মার্শাল আর্ট স্পোর্টস একাডেমি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহ সভাপতি শিহান নাজমুল মোর্শেদ, ওয়াল্ড কারাতে মাস্টার এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক এইচ এম সি রানা।
চাঁপাইনবাবগঞ্জ মার্শাল আর্ট স্পোর্টস একাডেমির সহ সভাপতি মার্শালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন ভোলা,জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ,চাঁপাইনবাবগন্জ্ঞ মার্শাল আর্ট একাডেমির প্রধান কোচ আব্দুল কারিম।
চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম বিভাগীয় কারাতে চাম্পিয়নশীপে রাজশাহী, নওগা,নাটোরে ও স্বাগতিক চাঁপাইনবাবগন্জ্ঞের কারাতে ক্লাব গুলো অংশ নেয়। চাঁপাইনবাবগঞ্জ মার্শাল আর্ট স্পোর্টস একাডেমির কোচ আব্দুল কারিম জানান কারাতে প্রতিযোগিতায় জাতীয় ও বিভিন্ন পর্যায়ে এখানকার খেলোয়াড়রা অংশ নিয়ে স্বর্ন সহ বিভিন্ন মেডেল অর্জন করছে, যা এ জেলার সুনাম বয়ে আনছে। রাজশাহী কারাতে রেফারি এসোসিয়েশনের সহোযোগিতায় ও ল্যাবওয়ান মেডিক্যাল সার্ভিসের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment