চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। গত এসএসসি ও জেএসসি পরীক্ষায় ভাল ফল অর্জন, শ্রেনী ভিত্তিক মেধা পরিক্ষায় ভাল ফল অর্জন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার, আলমগীর হোসেন প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীতের পুরস্কার তুলে দেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো অংশ নেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানে হামিদুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম তার প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব স্থাপন, খেলার মাঠ সহ বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।