নানা আয়োজনে জেলাজুড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে পালন করা হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বয়সের সমতার পথে যাত্রা’। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
 

চাঁপাইনবাবগঞ্জ সদরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘বয়সের সমতার পথে যাত্রা’।
এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং প্রবীণ হিতৈষী সংঘ’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে এক র‌্যালি বের করা হয়। 




র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রবীণ হিতৈষী সংঘে এসে এক আলোচনাসভায় মিলিত হয়। সংগঠনটির সহ-সভাপতি মোহাঃ শাহজাহান আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, সদস্য মোঃ নাইমুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাংস্কৃিতক সম্পাদক মো. আফসার আলী 


শিবগঞ্জ 

‘বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোঘান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনটির শিবগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন।এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম,শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন,শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
নাচোল 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নাচোল উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ দিকে নাচোল মধ্যবাজার থেকে র‌্যালিটি বের হয়ে মেসার্স মোজাম্মেল অ্যান্ড সন্স এর সামনে এসে শেষ হয়। প্রবীণ দিবস এর উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, প্রবীণ লেখক আলাউদ্দিন আহম্মেদ বটু প্রমুখ। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রবীণরা উপস্থি ছিলেন।


গোমস্তাপুর

গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রবীণ হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখা র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ চত্তর থেকে বের হওয়া র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে। পরে রহনপুর স্টেশন রোডের কার্যালয় চত্তরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আব্দুল সাত্তার বিশ্বাস, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিহাব রায়হান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, পৌর মেয়র তারিক আহম্মেদ, সংগঠনের সাম্পাদক আশরাফুল হক, মাওলানা আব্দুল রশিদ প্রমুখ।



কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7