রেলওয়ের ট্রেন চালক,গার্ড ও টিটিসহ রানিং স্টাফদের মাইলেজ জটিলতার কারনে, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে আটকা পড়েছে পন্যবাহী ট্রেন। গতকাল ও আজ ভারত থেকে আসা দুটি পন্যবাহী ট্রেন জংশনেই আটকা আছে। এছাড়াও যাত্রীবাহী ট্রেনের সময়সূচীতেও হয়েছে হেরফের।
রেজাউল করিম নামে ট্রেনের চালক বলেন, হঠাৎ করেই মাইলেজ সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। আমরা ৮ ঘন্টার ডিউটি করি, এর অতিরিক্ত ডিউটি করলে মাইলেজ হিসাবে পেতাম, এখন যেহেতু মাইলেজ পাব না সেজন্য আমরা ৮ ঘন্টার বেশি ডিউটি করছি না। মাল গাড়ির ক্ষেত্রে আমরা ৮ঘন্টা চালানোর পর মেমু দিচ্ছি, এরপর পববর্তী চালকের জন্য অপেক্ষা করছি।
আমনুরা জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, আগে ট্রেন চালকরা ৮ ঘন্টার বেশিও দ্বায়িত্ব পালন করতেন, এখন তারা ৮ ঘন্টায় দ্বায়িত্ব পালন করছেন। এর কারনে গতকাল দুটি যাত্রীবাহী ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে গেছে। অন্যদিকে গতকাল ও আজ আসা দুটি মালবাহী ট্রেনও আটকা পড়ে আছে। চালকরা ৮ ঘন্টা ট্রেন চালানোর পর বিশ্রামে যাচ্ছেন, এরকারনেই এ সমস্যা সৃষ্টি হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment