চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শেখ রাশেল ডিজিটাল ল্যাব আইসিটি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নেজামপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়
চত্বরে ২দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান
অতিথি নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
স্কুল ম্যানেজিং
কমিটির সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুহুল আমিন, নাচোল উপজেলা
মাধ্যমিক অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, ডিমকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
এদিকে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আব্দুল কাদের ও ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু আইসিটি মেলা ঘুরে দেখেন ও এ ধরনের আয়োজনে আরো করার উৎসাহ দেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।