শফিকুল ইসলাম, শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ভারত থেকে আসা ৮৪ মেট্রিক টন চাউল জব্দ করেছে। আমদানীকারক প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে সাধারণ চাউল ‘বাসমতি’ হিসেবে ঘোষণা করে সরকারের প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল।
কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, চাউল পরীক্ষা-নিরীক্ষার পর ‘বাসমতি’ হিসেবে নিশ্চিত হয়। এ ঘটনায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কিছু অসাধু আমদানীকারক, সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ডেপুটি কমিশনার ওমর মবিন বলেন, “যদি এসব চাল অবৈধভাবে ছাড় পেতো, সরকার প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হতো। তবে কাস্টমসের সতর্ক নজরদারীতে তা সম্ভব হয়নি।”
সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের কঠোর তদারকিতে সকল কার্যক্রম চলবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধ করা হবে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

0 Comments:
Post a Comment