প্রায় দেড় কোটি টাকা জাফরি ফাঁকি রোধ: সোনামসজিদ স্থলবন্দর থেকে ৮৪ মেট্রিক টন বাসমতি চােল জব্দ


শফিকুল ইসলাম, শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ভারত থেকে আসা ৮৪ মেট্রিক টন চাউল জব্দ করেছে। আমদানীকারক প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে সাধারণ চাউল ‘বাসমতি’ হিসেবে ঘোষণা করে সরকারের প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল।

কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, চাউল পরীক্ষা-নিরীক্ষার পর ‘বাসমতি’ হিসেবে নিশ্চিত হয়। এ ঘটনায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কিছু অসাধু আমদানীকারক, সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ডেপুটি কমিশনার ওমর মবিন বলেন, “যদি এসব চাল অবৈধভাবে ছাড় পেতো, সরকার প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হতো। তবে কাস্টমসের সতর্ক নজরদারীতে তা সম্ভব হয়নি।”

সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের কঠোর তদারকিতে সকল কার্যক্রম চলবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধ করা হবে।

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7