চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মুত্যু


চাঁপাইনবাবগঞ্জ সদর ‍ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইমরান আলী (৪) ও গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যানমোড় এলাকার ইব্রাহিম(৯)।  প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে ইমরান আলী(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইমরান আলী সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাসনাত আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মিনহাজ উদ্দীন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইমরানকে নদীর পাড়ে বসিয়ে  তার মা গোসল করতে নামেন। নদীর পাড় ধ্বসে পড়ে ইমরান নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

গোমস্তাপুর অফিস: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে ইব্রাহিম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইব্রাহিম বোয়ালিয়া ইউনিয়নের চে
য়ারম্যানমোড় এলাকার তরিকুল ইসলামের ছেলে।
 বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, সোমবার সকাল সোয়া ১১ টার দিকে  ইব্রাহিম গোসল করতে নামে মহানন্দা নদীর বান্ধাঘাটে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা এই সময় অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। 
পরে রাজশাহী থেকে ডুবরী দল এসে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 






কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7