চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের পাশ্বে মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। অতি শ্রীঘই এ স্টেডিয়ামের কাজ শুরু হবে। এ লক্ষে শনিবার বিকেলে মহারাজপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠের জমির পরিমান যাছাই বাছাই করা হয়েছে। যাঠাই বাছাই বা মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী নাজিম উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আলমগীর হোসেন, মহরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফা, পল্লী বিদ্যুৎতের সভাপতি মনিরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ জানান, ভাল খেলোয়াড় গড়ে তোলার পাশাপাশি গ্রামঞ্চলের ক্রীড়াঙ্গন সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ের স্টেডিয়ামটি মহারাজপুর মাছে নির্মান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, গ্রাম এলাকায় একসময় খেলার মাঠ থাকলেও নানা কারণে এখন তা হারাতে বসেছে। বর্তমান প্রজন্মের ছেলে- মেয়েরা মাঠের পরিবর্তে বেছে নিয়েছে কম্পিউটার ও ভিডিও গেমস। সেই সাথে পা বাড়াচ্ছে মরণ ফাঁদ মাদক সেবনে। ছেলে- মেয়েদের মাঠ ও খেলাধুলামুখী করতে বর্তমান সরকার সারা দেশে প্রথম ধাপে ১৩১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেরিয়ে আসবে প্রতিভাবান খেলোয়াড়। যারা উজ্জ্বল করবে দেশের ক্রীড়াঙ্গানকে। সেই সাথে মরণ নেশাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে যুব সমাজ।
Welcome to Phonebook App!
Here you can manage all your contacts easily and efficiently.