‘ওর হাসিমুখ দেইখ্যা, হামারও খুব খুশি লাগছে’

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শেয়ালা কলোনী এলাকার তুহিন, বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। তুহিনকে এবার ঈদের পোষাক দিয়েছে বন্ধুসভা। নতুন পোষাক পেয়ে খুশি ছোট্ট তুহিন, তার খুশি যেন ছড়িয়ে গেছে গোটা পরিবারই।
তুহিনের নানী তাজকেরা বেগম বলছিলেন ‘হামরাও গরিব মানুষ। গাঁয়ের আর সব শিশুরা নতুন পোশাক কিন্যা নিয়ে আসছে দেখ্যা ওর মন খারাপ। ওর মুখ দেখ্যা হামারও মন কাঁনছিল। এট্যা শুইন্যা বন্ধুসভার একজন ওকে নতুন শার্ট দিল। শার্ট পাইয়্যা ওর হাসিমুখ দেইখ্যা হামারও খুশি লাগছে।’
শুধু তুহিন নয় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ১০০ জন দুস্থ ও গরিব শিশুকে ঈদ উপলক্ষে সোমবার নতুন পোশাক বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বন্ধুসভার বন্ধুদের দেয়া চাঁদার টাকা দিয়ে কেনা এসব পোশাক দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, সভাপতি নাহিদুল হক, সহসভাপতি মারিয়া হাসান, সাবেক সভাপতি আনিফ রুবেদ, আলী উজ্জামান নূর, যুগ্ন সাধারন সম্পাদক মুজাহিদ হাসান, শিরিন জাহান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহনাজ পারভিন, বন্ধু জহিরুল ইসলাম, মোহা. শাহজাহান, রাইসা, ফুজি, তিশা, পিয়া, আরেফিন অপু, প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।






কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7