চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হচ্ছে । এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। সকালে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারের পাদদেশে এক আলোচনাসভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এফ কে এম লুৎফর রহমান,  ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ, জেলা  ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সুলতান আলম প্রমুখ।
র‌্যালিতে, মটর শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়ন, জেলা পেইন্টার সমিতি, স্বর্ণ শিল্প শ্রমিক, জেলা হোটেল শ্রমিক কল্যাণ সমিতিসহ অন্যান্য শ্রমিক সংগঠন অংশগ্রহণ করে।
 
ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়ন বাংলাদেশ (ইনসাব) এর উদ্যোগে দিবসটি উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে।  সংগঠনটির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. শঙ্কর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, ইনসাবের প্রধান উপদেষ্টা শহিদুল হুদা অলক প্রমুখ। 


এদিকে চাঁপাই নবাবগঞ্জ জেলা অটো রিক্সা জনকল্যান সমিতির  মহান মে দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা করেছে। বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো একই  স্থানে গিয়ে শেষ হয়। 
আলোচনা সভায় সমিতির সভাপতি রুহুল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, অধ্যক্ষ আলহাজ্ব এজাবুল হক বুলি, সহ সভাপতি দুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সম্পাদক আব্দুর রহিম,কোষাধ্যক্ষ ফারুক,প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যনরা।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7