নারী জাগরনের অগ্রদুত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন স্মরন করেছে চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নি শিখা। রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে উঠে আসে বেগম রোকেয়ার জীবনের নানা দিক ।
জাগো নারীর আহ্বায়ক ফারুক বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, কবি আজিজুর রহমান, আলী আশরাফ বাবু, মনোয়ারা খাতুন, বিলকিস আরা মহুয়া, শিরিন বেগম, নুরুন নাহার, সেফালী খাতুন, নিবেদিতা শাহা নিলিমা, বর্ষা শাহানা পারভিন নিশা, প্লাবনী, ওমর ফারুক। আর ৩য় শ্রেনীর শিক্ষাথী সামিহাও কথা বলেছে বেগম রোকেয়াকে নিয়ে।কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।