নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ অফিস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লাওঘাটা এলাকার একটি আঁখক্ষেত থেকে এক নারী এনজিও কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এনজিও কর্মী হল- একই এলাকার আলাউদ্দিন আলীর মেয়ে খাতিজা খাতুন (২৪)। এসময় ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চার বছরের শিশু খাতিজার চাচাতো বোন তাবাসসুমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত খাতিজার পিতা আলাউদ্দিন আলী বাদি হয়ে শুক্রবার অজ্ঞাতনামা আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুদিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেননি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (অপারেশন) কবির হোসেন জানিয়েছেন- খাতিজা হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে একাধিক সূত্র ধরে চলছে তদন্ত। খাদিজার মুঠোফোন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এদিকে খাতিজার পরিবার কোন তথ্য দিতে না পারায় রহস্য উদঘাটনে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আরও জানিয়েছেন- মোবাইল কললিস্ট ও ময়নাতন্ত রিপোর্ট পেলে খুনিদের সনাক্ত করতে সহজ হবে। এছাড়া ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহত খাতিজার চার বছরের চাচাতো বোন তাবাসসুম আহত থাকায় সে পুলিশকে কোন তথ্য দিতে পারেনি। প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার খাতিজা ও তার ৪ বছরের চাচাতো বোন তাবাসসুমকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার দুপুরে লাওঘাটা বিলের মধ্যে আঁখক্ষেতের একটি ড্রেন থেকে খাতিজার মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে তার ৪ বছরের চাচাতো বোন তাবাসসুমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
Welcome to Phonebook App!
Here you can manage all your contacts easily and efficiently.