চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি গ্রামে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে ১০৩ গ্রাম হেরোইনসহ রুবেল আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক রুবেল আলী পুকুর টুলি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রুবেল আলীর বাড়িতে অভিযান চালানো হয়, এসময় বাড়িতে ১০৩ গ্রাম হেরোইন( আনুমানিক মূল্য ১০ লাখ ৩০ হাজার) পাওয়া যায় ও রুবেল আলীকে আটক করা হয়। রুবেলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে ও এর আগেও ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটককের পর কারাভোগের পর বাইরে রেরিয়ে এসে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রুবেল আলীর বাড়িতে অভিযান চালানো হয়, এসময় বাড়িতে ১০৩ গ্রাম হেরোইন( আনুমানিক মূল্য ১০ লাখ ৩০ হাজার) পাওয়া যায় ও রুবেল আলীকে আটক করা হয়। রুবেলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে ও এর আগেও ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটককের পর কারাভোগের পর বাইরে রেরিয়ে এসে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।