শিবগঞ্জের চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের উদ্বোধন

প্রতিবেদক, শিবগঞ্জ অফিস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আ ক ম তাবারিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী। তিনি বলেন- বর্তমান সরকারের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ভূমিকা পালন করে যাচ্ছে। বিনামুল্যে বই বিতরণসহ প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় চার লাখ টাকা ব্যয়ে চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ে ঊদ্ধমূখি সম্প্রসারণের চারতলা একাডেমিক উদ্বোধন হয়েছে। তিনি আরও বলেন- বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষার খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী একাদশ জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, উপজেলা শিক্ষা সহকারী প্রকৌশলী আনসার আলি, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পাভেল মিঞা, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মোহাম্মদ, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক জেন্টু বাবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম ডিউক চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে এমপি রাব্বানী- ধাইনগর ইউনিয়নে তিনটি রাস্তা পাঁককরণের আশ্বাস দেন। এছাড়া বিদ্যালয়ে শেখ রাসেল স্মৃতি কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7