নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

 

মনিরুল ইসলাম,নাচোল :

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমবায় অফিসে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন সমবায়ী ও পশু চিকিৎসক হাফিজুর রহমান, আব্দুল জাব্বার এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক নাদিরা খাতুন।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7