চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুগাান্তর পত্রিকার সাবেক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি জোবদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হয়। জানাযায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, বর্তমান সভাপতি গোলাম মোস্তাফা মন্টু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, আহবায়ক কমিটির সদস্য বারিউল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম ও জেলা সদর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।
৭০ দশকে রাজশাহী বার্তায় সাংবাদিকতা শুরু করেন এবং পরে দৈনিক বার্তা ,দৈনিক বাংলার বানী ও শেষে দৈনিক যুগান্তর পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি হিসাবে কাজ করেন সাংবাদিক জোবদুল হক।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment