চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হক, আত্নমর্যদা ও নারী শিক্ষা নিয়ে কথা বলেন। তিনি বলেন শিক্ষার কারনে নারীরা নিজেদের মর্যদার আসনে বসিয়েছে। এসময় তিনি মোবাইল এর ব্যবহার,ফেসবুকের নীতিবাচক দিক নিয়েও কথা বলেন।
তিনি শিক্ষার্থীসহ সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার বিষয়ে তাগাদা দেন।
এসময় তিনি প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ও স্মার্ট বাংলাদেশের আগামীর সারথী হবে এ শিক্ষার্থীরা বলে উল্লেখ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment