চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে এসেছেন ব্যবসায়ী নেতা আব্দুল ওয়াহেদ। বৃহস্পতিবার বিকালে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবির এ ফলাফল ঘোষনা করেন।
এর আগেও আব্দুল ওয়াহেদ সভাপতির দ্বায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স এম কে রাইস এজেন্সীর স্বত্বাধিকারী মশিউল করিম বাবু, সহসভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আখতারুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবির বলেন, তফসিল অনুযায়ী বৃহস্পতিবার, নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে এ তিন পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে কোন পদেই একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায়, ভোট গ্রহনের প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিনভর উৎসবমুখর পরিবেশে পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আব্দুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্টতা অর্জন করেছিলো।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment