মনোনয়ন পত্র উঠালেও, জমা দেয়নি বিএনপি নেতাসহ তিনজন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে আওয়ামীলীগের রুহুল আমীন

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন পত্র জমা দেননি।  বিএনপির এক নেতাসহ আরো তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ দিন কেউই মনোনয়ন পত্র জমা দেননি।
বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন। ফলে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ভোটের আর প্রয়োজন পড়বে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে আওয়ামীলীগের এ নেতা।




জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন, জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি সামিউল হক লিটন, বিএনপির থেকে আওয়ামীলীগে যোগ দেয়া গোমস্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা খুরশিদ আলম বাচ্চু। এছাড়াও মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ ।


মনোনয়ন পত্র জমা না দেওয়ার কারন জানতে যোগাযোগ করা হলে বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ জানান ‘‘আমার দল বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহন থেকে বিরত আছে, তাই দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি মনোনয়ন পত্র জমা দেয়নি।’’

মনোনয়ন জমা দেওয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন প্রতিক্রিয়ায় বলেন, একটা কথা আজ বলতে চাই, জেলা পরিষদ হবে জনগনের প্রতিষ্ঠান। আমি শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণেই কাজ করে যেতে চাই।


চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রির্টানিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও একজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী যদি যাচাই বাছাইয়ে তার প্রার্থীতা বহাল থাকে, তাহলে একমাত্র বৈধ প্রার্থী হিসাবে ঘোষনা করা হবে। সে ক্ষেত্রে ওই পদে কোন ভোট গ্রহনের প্রয়োজন পড়বে না।
তিনি আরো জানান, নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ৬ জন, সাধারন সদস্য পদে ২৯ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৮ সেম্পম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর আড়াইটায় মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থীদের সমর্থকদের মাঝে হট্টোগোল


এদিকে দুপুরে  সাধারণ সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদরের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম মনোনয়ন পত্র দাখিল করতে গেলে হট্টোগোল সৃষ্টি হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন তাদের শান্ত করার চেষ্টা করেন, পরে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়। তবে মনোনয়ন পত্র জমা দিয়ে বের হয়ে আব্দুল হাকিম বলেন, কে আগে মনোনয়ন পত্র জমা দিবে, এ নিয়ে আমাদের নিজেদের মধ্যেই ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিলো, আমি মনোনয়ন পত্র ঠিকমতই জমা দিয়ে পেরেছি। 

এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, সংবাদিকরায় আমাকে জানিয়েছিলো,  আমি সাথে সাথে পুলিশের যিনি এখানে ছিলেন তাকে বলে দিয়েছিলাম ব্যবস্থা নেওয়ার জন্য, তবে কোন প্রার্থী আমাকে কোন ধরনের লিখিত ও মৌখিক অভিযোগ করেননি।


 

 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7