পিছিয়ে পড়া স্কাউটস সদস্যদের পরিবারকে স্বাবলম্বী করতে সেলাইমেশিন প্রদান


দারিদ্রতার কারনে পিছিয়ে পড়া, স্কাউটস সদস্যদের পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস। শনিবার বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয়ে মহানন্দা মুক্ত টিটিএল স্কাউটস গ্রুপের দুটি পরিবারকে সেলাই মেশিন, সকল সদস্যের মায়েদের জন্য ঈদের শাড়ী ও সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী প্রদান করা হয়।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অংশ নেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, কুষ্টিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক আহসান-উল-আম্বিয়া, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ,ভোলাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক আব্দুর রশিদসহ অনান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ জানান, দারিদ্রতার কারনে পিছিয়ে পড়া, স্কাউটস সদস্যদের পরিবারকে স্বাবলম্বী করতে গত কয়েক বছর ধরে সেলাই মেশিন প্রদান করে আসছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস। সুবিধা বঞ্চিতদের নিয়ে গড়া মহানন্দা মুক্ত টিটিএল স্কাউটস গ্রুপের সদস্যদের মধ্যে কয়েকজনকে প্রতিবছর সেলাই মেশিন হয়। এছাড়াও এসব শিক্ষার্থীর পড়ালেখা যাতে চলমান থাকে সেই লক্ষে তাদের আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকি। প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে, এছাড়ও তারা যেন সহশিক্ষা কার্যক্রমে ভালো করতে পারে সেই লক্ষ্যে চিত্রাংঙ্কন, গানের ক্লাস নেয়া হয়, একটি নাট্যদলও গড়ে তোলার চেষ্টা করছি আমরা।

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7