আহত ৬ জনের মধ্যে সহবুল নামে একজন মাথায় আঘাত পেয়েছেন, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী তোফিজুল ইসলামের সমর্থকরা, বিজয় মিছিল করতে থাকে, তাদের বাধা দেয় নির্বাচনে স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী মনিরুজ্জান সোহরাবের সমর্থকরা। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল ওহাব জানান, সন্ধ্যা ৭টার দিকে ভোট গননা শেষ প্রায় শেষ এসময়, বাইরে নৌকার বিজয় মিছিল শুনতে পাচ্ছিলাম, এ সময় কেন্দ্রের দিকে ইটপাটকেল নিক্ষেপ হচ্ছিল অনবরত, কোন পক্ষের সাথে কোন পক্ষের ঝামেলা বোঝা যাচ্ছিল না। তবে নৌকার স্লোগান শুনতে পাচ্ছিলাম। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আমরা গননা শেষে ওই কেন্দ্রের ফলাফল ঘোষনা করে চলে এসেছি।
আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে, একজনকে রাজশাহী পাঠায় চিকিৎকরা, অন্য ৫জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক নাসির উদ্দীন আহমেদ জানান, আহত একজনের মাথায় আঘাত ছিলো, তাকে রাজশাহী পাঠানো হয়েছে, অন্যদের আঘাত অতটা গুরতর না। তারা এখানেই চিকিৎসা নিচ্ছেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment