পদ্মায় নৌকাডুবি : যা বলছেন সেই নৌকার মাঝি


পদ্মায় যে নৌকা ডুবির ঘটনা ঘটে, নৌকাটি মাঝি ছিলেন পাকা ইউনিয়নের ফসল্যা পাড়ার মোহাম্মদ ইসমাইল মাঝি। তিনি প্রায় ২০ বছর ধরে ঘাটে নৌকার চালান। তার সাথে কথা হয় এ প্রতিবেদকের ।
নৌকা মাঝি ইসমাইল জানান, দুুপুর আনুমানিক দেড়টার দিকে বোগলাউড়ি ঘাট থেকে তিনি নৌকা ছাড়েন। মাঝ পদ্মায় বাতাসের কারনে নৌকা ডুবে যায় বলে তার ধারণা।  নৌকায় যাত্রী সংখ্যা সম্পর্কে ইসমাইল জানান, ‘‘ গন্যা তো হামরা লোক উঠায় না, তারপরও ৪০টার মত হবে, দুটা কমও হতে পারে, বেশিও হতে পারে। হামরা নৌকা চালায়, ঘাটের মহরিল(ইজারা কতৃক নিযুক্ত ভাড়া সংগ্রহকারী) ভাড়া তুলে ওরাই নৌকা যখন ছাড়তে বলে তখন হামরা ছাড়ি’’
নৌকা ডুবে যাওয়ার সময় কিভাবে প্রাণ বাঁচালেন জানতে চাইলে, নৌকার মাঝি ইসমাইল বলেন নৌকায় থাকা বেগুনের একটি বস্তা ধরে তিনি, সাঁতার কাটছিলেন, পরে অন্য নৌকা আসলে তিনি উঠে গিয়ে প্রাণে রক্ষা পান। ‘‘ ২০ বছর থ্যাকা নৌকা চালাছি, কখনও এমন হয়নি, আজ কিভাবে যে এমন ঘটনা ঘটে গেলো, বুঝতে পারছি না, বাতাস উঠাছিলো, তখনই নৌকা ডুব্যা গেল’’
নৌকাতে যাত্রীরা ছাড়া মালামাল কেমন ছিলো, জানতে চাইলে ইসমাইল বলেন, প্রতিদিনই মাল থাকে, আলু, বেগুন, পটল ছিলো বেশি, দশরশিয়াতে হাট সে কারনে আলু বেগুন লিয়্যা আসছিলো বেশি, কিন্ত মাল যে খুব বেশি ছিলো তাও লয়’’

 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7