সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে করোনাকালে খাদ্য, চিকিৎসাসহ মানবিক সহায়তা দেয়ার লক্ষে অ্যাপ'স-এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এর আগে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইফতেখার সুজনের সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান আলী, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল আওয়াল গনি জোহা, মোহাম্মদ সাকলাইন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
সভায়, সদ্য প্রয়াত চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
সীমিত পরিসরের এই কর্মসূচিগুলোতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশ নেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment