পুলিশ হেফাজতে হেরোইন মামলার আসামীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হেরোইন মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। নিহত আসামীর নাম আফসার আলী, সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মোহাসিন আলীর ছেলে।
পুলিশ বলছে, থানার হাজত খানায় থাকা অবস্থায় আফসার আলী আত্মহত্যার চেষ্টা করেছিল, বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার একটি আম বাগান থেকে রবিবার দুুপুরে ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ আফসারকে আটক করেছিল র‌্যাব। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পুলিশ আফসারকে সোমবার আদালতে নিয়ে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর সন্ধ্যার দিকে আদালতের প্রক্রিয়া শেষে আফসারকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে এসে হাজতে রাখা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, আদালতে একদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালতের প্রক্রিয়া শেষে আসামী আফসারকে থানার হাজত খানায় রাখা হয়েছিল। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে থানার স্ট্যান্ড ফ্যানের তার দিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে, হাজত খানায় সিসিটিভি থাকায়, ডিউটি অফিসার বিষয়টি বুঝতে পেরে, তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়, এসময় চিকিৎসক মৃত ঘোষনা করেন।




আমাদের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7