ইফতারের টাকায় কর্মহীনদের ঈদ উপহার

করোনাকালে এবার নিজেরা একসাথে হয়ে ইফতার আয়োজন হয়নি। তাতে কি সেই টাকায়  কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌচ্ছে দিয়েছে ওরা। বলছি চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের কথা।
ওই ব্যাচের শিক্ষার্থী আসিফ ইয়াসির জানান, প্রতিবছরই আমরা বড়সড় আয়োজন করেই বন্ধুরা মিলে ইফতার করি। তবে এবার করোনাকালে সেই আয়োজন হয়নি। তবে আমরা আমাদের ইফতার আয়োজনের টাকা থেকে রাজারামপুর, উপরাজারামপুর, নামোরাজারামপুর, নামোসংকবাটিসহ আশেপাশের বেশ কিছু এলাকায় কর্মহীন পরিবারের মাঝে ঈদের সামগ্রী পৌচ্ছে দিয়েছি।



আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7