সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে বুধবার রাতে ঝড় বয়ে গেছে। এতে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিকরা। বাগান মালিকদের সেই দাবির অনেকটায় সঠিক বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যোনত্ব গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জমির উদ্দীন। যদিও কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বুধবার রাতের ঝড়ে ৫ ভাগ আমের ক্ষতি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আম বাগান মালিক ইসমাইল হোসেন শামিম খান বলেন, বুধবার রাতের ঝড়ে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় আম বাগানে ব্যাপক আম ঝড়ে পড়েছে। বিশেষ করে নদীতীরবর্তী আম বাগান গুলোতে ক্ষতি একটু বেশি। তবে সবচেয়ে বড় বিষয়, ঝড়ে বেশ কিছু সংখ্যক আমের বোটা আলগা হয়ে যাবে, যেগুলো পড়ে শুকিয়ে ঝড়ে পড়বে। এছাড়াও ঝাপটার কারনে টিকে থাকা আমে দাগ (স্পট) পড়বে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যোনত্ব গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জমির উদ্দীন জানান, ঝড়ে ব্যাপক আম পড়েছে ক্ষতির পরিমান অন্তত ২০ ভাগ হবে। আমি নিজে সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে দেখছি, ঝড়ে পড়া আম বিক্রি করছেন যারা কুড়িয়েছিলেন। এই করোনাকালে ডাক্তারটা ভিটামিন সি খাওয়ার উপর গুরুত্ব দিচ্ছে, ঝড়ে পড়া কাঁচা আমে প্রচুর ভিটামিন সি রয়েছে। তাই সেগুলো নষ্ট না হতে দিয়ে আমাদের খাওয়া উচিত, জুস করে খাওয়া যেতে পারে। এছাড়াও আচারসহ, আমতা সহ অনেক উপায়েই ঝড়ে পড়া আমগুলো কাজে লাগাতে পারি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আম বাগান মালিক ইসমাইল হোসেন শামিম খান বলেন, বুধবার রাতের ঝড়ে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় আম বাগানে ব্যাপক আম ঝড়ে পড়েছে। বিশেষ করে নদীতীরবর্তী আম বাগান গুলোতে ক্ষতি একটু বেশি। তবে সবচেয়ে বড় বিষয়, ঝড়ে বেশ কিছু সংখ্যক আমের বোটা আলগা হয়ে যাবে, যেগুলো পড়ে শুকিয়ে ঝড়ে পড়বে। এছাড়াও ঝাপটার কারনে টিকে থাকা আমে দাগ (স্পট) পড়বে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যোনত্ব গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জমির উদ্দীন জানান, ঝড়ে ব্যাপক আম পড়েছে ক্ষতির পরিমান অন্তত ২০ ভাগ হবে। আমি নিজে সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে দেখছি, ঝড়ে পড়া আম বিক্রি করছেন যারা কুড়িয়েছিলেন। এই করোনাকালে ডাক্তারটা ভিটামিন সি খাওয়ার উপর গুরুত্ব দিচ্ছে, ঝড়ে পড়া কাঁচা আমে প্রচুর ভিটামিন সি রয়েছে। তাই সেগুলো নষ্ট না হতে দিয়ে আমাদের খাওয়া উচিত, জুস করে খাওয়া যেতে পারে। এছাড়াও আচারসহ, আমতা সহ অনেক উপায়েই ঝড়ে পড়া আমগুলো কাজে লাগাতে পারি।
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment