বন্ধুত্বের দুই দশক উদযাপনে প্রস্তুতি শুরু করেছে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা। ইতিমধ্যেই নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা শেষে বন্ধুত্বের দুই দশক পূর্নমিলনীর দিন ক্ষনও প্রায় চুড়ান্ত।
ওই ব্যাচের শিক্ষার্থীরা বলছেন, ২০০০ সালে আমরা ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি , সেই থেকে পেরিয়ে গেছে অনেকটা সময়, এখন ২০২০, পাক্কা দুটি দশক। বন্ধুত্বের দুই দশক উৎসবে আবারো ফিরে যেতে চান সেই পুরোনো দিনে।
সবার অংশগ্রহনের কথা ভেবে ইদুল ফিতরের পরের দিন পূর্নমিলনী অনুষ্ঠিত হবে।
আয়োজনের বিষয়ে খোঁজখবর নিতে যোগাযোগ করুন,সামিউল আলিম ০১৭১০৯৬৮০০৯ ও ইমরুল ইসলাম ০১৭৯১০৫০৮০৩
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।