মনিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে
ঐতিহ্যবাহী গরু ও মহিষের গাড়িতে চড়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
৭ই
মার্চ আজ শনিবার সকাল-১০টার দিকে নেজামপুর নাগরিক কমিটির আয়োজনে নেজামপুর
বাজার থেকে প্রায় ২শত ৪০জন সর্বদলীয় ও সর্বপেশাজীবির নবীন-প্রবীণরা মিলে
২২টি গরু ও মহিষের গাড়িতে চড়ে নাচোলের বরেন্দ্র অঞ্চলের গ্রামবাংলা
মুসলিমপুর, উঁচা পুকুর, ঘিওন, সাহাপুর, লওদাপাড়া, কুষ্মাডাঙ্গা, কালিতলা,
ঘাষুড়া, হয়ে রাণী ইলামিত্র স্মৃতি বিজড়িত জায়গা ধরমপুরায় এক
বাথানবাড়িতে বনভোজন মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বনভোজন শেষে কেন্দুয়া, চন্ডীপুর, কৃষ্ণপুর, কামার জগদইল হয়ে আবার নেজামপুর বাজারে এসে শেষ হয়।
এ মিলনমেলায় নবীন প্রবীণদের মধ্যে উপস্থিত ছিলেন
নেজামপুর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, নেজামপুর ইউনিয়ন আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নেজামপুর বিনৌদবিহারি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মতিউর রহমান, হাটবাকইল
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব খাইরুল আলম, নেজামপুর উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড
ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আয়োজোক কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন,
সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহম্মেদ, মুক্তার হোসেন, আতাউর রহমান, কামরুল
ইসলাম, শফিকুল ইসলাম, বাজার সমিতির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলামসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।