জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় ও ইমপালস হাসপাতাল জাহীর আল-আমীন ট্রাস্টের আয়োজনে শুক্রবার দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। এসময় তিনি বলেন, সরকার জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেবার জন্য নানামূখী পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো আর্তমানবতার সেবায় স্বাস্থ্যসেবায় এগিয়ে এসেছে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, ইমপালস হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. জাহির আল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি চাঁপাইনবাবগঞ্জের পরিচালক ডা. দুরুল হোদা।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।