এ ট্রেন চলেই যাবে.....


ছুটে চলে ট্রেন,  ফেলে রেখে প্রেম   
এই ট্রেন ফিরবে নাকো,  
এই ট্রেন ফিরবে নাকো,
আর কোন দিন,
এই সেই দিন!

আমাদের গল্প সব      
হারাবে রঙিন উৎসব!
কেন কেন করে  খুঁজে মরবে   ... 
পাবে না তার উত্তর।
এই ট্রেন চলেই যাবে,
এই ট্রেন চলেই যাবে,  অন্য শহর!

বাদাম-কমলা- চিপস, বাংলার হাজার গ্রাম ছেড়ে        
লাগেজ,  কাঁধ ব্যাগ সঙ্গে নিয়ে..
হকারের সস্তা ঝালমুড়ি, ছেড়ে যাবে ফুলবাড়ি/ নীলফামারি
ফিরবে শুধু ফারজানা অভিমান শেষে...
এই ট্রেন চলেই যাবে, 
এই ট্রেন চলেই যাবে,  অন্য শহর।     

সেখানে গড়বে নতুন কোন ঘর,
সাজানো নতুন বাসর।
অভিনয়,  অভিযোগ করে
বলো আর লাভ কি হবে?
এই ট্রেন চলেই যাবে, 
এই ট্রেন চলেই যাবে,  অন্য শহর।

...জাফর জয়নাল

 কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7