সমালোচনা দলীয় ফোরামে, আড়ালে আবডালে না করার আহ্বান

নেতাদের অনেক কাজ করতে হয়, এতে সমালোচনা থাকতেই পারে, এটায় স্বাভাবিক, তবে সেটি দলীয় ফোরামে ও সরাসরি করায় ভাল, আড়ালে আবডালে সমালোচনা দূরত্ব সৃষ্টি করে। বছরের প্রথম দিনে আওয়ামীলীগ নেতাকর্মীদের মিলন মেলায় এমন আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন।
স্বরপনগরে বুধবার বিকালে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান যেন জেলার আওয়ামীলীগের নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়। এসময় রুহুল আমিন বলেন, এক্যবদ্ধ আওয়ামীলীগের ধারে কাছেও কেউ আসতে পারবে না, আমরা এক্যবদ্ধ আছি, আগামীতেও সবাই একসাথে বিজয়ী হব। 

এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মিলন মেলায়  উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন নেতা আবু নজর হোসেন ব্রিটিশ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভাপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড আব্দুস সামাদ বকুল, জেলা স্বাচিপ এর সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আবু সুফিয়ান,রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহসিন আলী। 
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ। মিলমেলায় সঞ্চালক ছিলেন,যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল। 
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব রুহুল আমিন।



প্রায় দুই শতাধিক আওয়ামীলীগ নেতা অংশ নেন।







কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7