চাঁপাইনবাবগঞ্জে জেএসসি পরিক্ষায় ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। ফলাফল বিশ্লেষনে দেখা যায়, পাশের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই মেয়েরা কিছুটা এগিয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১১৩৭ জন। এরমধ্যে মেয়ে ৬৫৮ জন ও ছেলে ৪৭৯ জন। এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জেএসসিতে অংশ নিয়েছিলো ২১ হাজার ৫২৬জন। পাশ কয়েছে ২০ হাজার ২৫জন। শতকরা পাসের হার ৯৩.০৩ ভাগ। পরীক্ষায় অংশ নেয়া ৯ হাজার ৬৫৬ জন ছেলের মধ্যে পাশ করেছে ৮হাজার ৯৬৪জন পাশের হার শতকরা ৯২.৮৩ ভাগ। অন্যদিকে ১১ হাজার ৮৭০ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৬১জন। পাসের শতকরা হার ৯৩.১৮ ভাগ।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।