চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যের ১০ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
দ-িত জেএমবি সদস্য হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লা দিয়াড় সন্যাসী গ্রামের আজমল হকের ছেলে আব্দুল মুনিব ওরফে মনিরুল (৩৫)।দন্ডিত অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ জেএমবি সদস্য আব্দুল মুনিবের বাড়িতে অভিযান চালিয়ে ১টি ওয়ান স্যুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
গত ২০১৬ সালের ৩০ মার্চ শিবগঞ্জ থানার এসআই নূরে আলম সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরে সাক্ষ্য প্রমানাদি শেষে রবিবার দুপুরে বিচারক উপরোক্ত রায়ে দ- প্রদান করেন।









কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7