বিএনপির সংসদ সদস্য হারুন
অর রশীদকে শুল্কমুক্ত গাড়ি
আমদানি মামলায় পাঁচ বছর
সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার
দুপুরে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক
শেখ নাজমুল আলম এ
রায় ঘোষণা করেন। -খরব পরিবর্তন ডট কম
শুল্কমুক্ত গাড়ি আমদানি করে
তা বিক্রি করার অভিযোগে
এ দণ্ড প্রদান করেন
আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ
টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে
আরো ৬ মাসের বিনাশ্রম
কারাদণ্ড দেয়া হয়।
এ সময় হারুন অর
রশিদ আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর সাজা
পরোয়ানা দিয়ে তাকে কারাগারে
পাঠানো হয়েছে।
একই মামলায় চ্যানেল-৯
এর এমডি এনায়েতুর রহমান
বাপ্পীকে দুই বছর সশ্রম
কারাদণ্ড ও এক লাখ
টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের
বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া পলাতক আসামি
ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম
কারাদণ্ড ও ৪০ লাখ
টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের
বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক)
দায়ের করা মামলায় শুনানি
শেষে আদালত এ রায়
ঘোষণা করেন আদালত।
সাংসদ হারুনের কারাদন্ডে চাঁপাইনবাবগঞ্জে নেতাকর্মীদের ঝটিকা মিছিল
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের ৫ বছরের কারাদন্ডের প্রতিবাদে সোমবার দুপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
রায় ঘোষনা হওয়ার কিছুক্ষণ পরই পাঠানপাড়া দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে প্রেসক্লাবের সামনে দিয়ে শহরের কয়েকটি সড়ক ঘুরে আবারো দলীয় কার্যালয়ে চলে যায়। এসময় তারা সাংসদ হারুনের সাজা বাতিল ও মুক্তির দাবিতে স্লোগান দেয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।