শুভকাজে সবসময় অগ্রভাগে থাকবে সামাজিক সংগঠন ‘সম্প্রীতি’

শুভকাজে সবসময়ই অগ্রভাগে থাকবে সামাজিক সংগঠন সম্প্রীতি, এমন অঙ্গিকারই করেছে সংগঠনটির সদস্যরা। শনিবার হরিপুর উপশহর এলাকায় সম্প্রীতির কার্যনির্বাহী পর্ষদের পরিচিতি সভায় এ অঙ্গিকার করে।


পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। সম্প্রীতির সভাপতি নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মোঃ গোলাম রাব্বানী, স্থানীয় কাউন্সিলর আহসান হাবিব, সংগঠনটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজে সবার মাঝে একটি সুন্দর বন্ধন সৃষ্টি করে সামাজিক কাজে সবাইকে নিয়ে আসতে চাই তারা। সমাজে ছড়িয়ে পড়া মাদকের ভয়াবহতা, বাল্যবিয়ে সহ নানা সমস্যা নিয়ে সচেতনা বাড়াতে সুনিদিষ্ট কর্মসূচী পালন করবে ‘সম্প্রীতি’।

পরে হরিপুর ক্লাব মোড়ে সম্প্রীতির কার্যলয় ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিরা। এসময় ওই এলাকায় দ্রুত সময়ের মধ্যেই ফ্রি ওয়াইফাই জোন করার উদ্যোগের কথা জানান সম্প্রীতির সভাপতি নাহিদুল হক।



কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7