চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দু’টি সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১’শ ৮০ বোতল ফেন্সিডিল ও ৩’ শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। শিবগঞ্জ উপজেলার মনাকষা ও দুর্লভপুরে ইউনিয়নে ৫৩ বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
বৃহস্পতিবার দুপুরে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহবুুবুর রহমান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির টহল দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাবিলদার শফিউল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৭২ হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজের পার্শ্বে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায ভারতীয় ১’শ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে, ফতেপুর বিওপির টহল দল বুধবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে হাবিলদার ফজলুল হকের নেতৃত্বে সীমান্ত পিলার ১০/২ হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সড়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩’শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুরে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহবুুবুর রহমান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির টহল দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাবিলদার শফিউল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৭২ হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজের পার্শ্বে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায ভারতীয় ১’শ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে, ফতেপুর বিওপির টহল দল বুধবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে হাবিলদার ফজলুল হকের নেতৃত্বে সীমান্ত পিলার ১০/২ হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সড়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩’শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।