মাদক মামলায় একজনের যাবজ্জীবন

 চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোজাম্মেল হক কালু নামে এক জনের যাবজ্জীবন করাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত মোজাম্মেল হক কালু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জেলা ও জজ শওকত আলী এ রায় প্রদান করেন।
অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমান আরা জানান, গত ২০১৭ সালের ২০ অক্টোবর সকালে র‌্যাব-৫ এর একটি দল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের মোজাম্মেল হক কালু’র বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫’শ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।
এ ঘটনায় র‌্যাব-৫ এর সাব-ইন্সপেক্টর আব্দুল মাজেদ বাদী হয়ে মোজাম্মেল হক কালু’র বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম মোজাম্মেল হক কালুকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৮ ফেব্রæয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ১০ জনের সাক্ষ্য ও উভয় পক্ষের যুক্ষিতর্ক উপস্থাপন শেষে রবিবার দুপুরে এ রায় দেন।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7