চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঠাল বাগিচা এলাকার একটি বাড়ি থেকে আব্দুল আহাদ(৩৮) নামে এক ডেকোরেটর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল আহাদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া মহল্লার মোঃ আব্দুস সামাদের ছেলে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ আহাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই বাড়িটি ডেকোরেটরের মালামাল রাখার কাজে ব্যবহৃত হত।
নবাবগঞ্জ সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, নিহতের বাবার কাছ থেকে খবর পেয়ে পুলিশ কাঁঠালবাগিচা মহল্লার ভাড়া বাসা থেকে আহাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় তার মুখে টেপ ও হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে কেই হত্যা করে এখানে রেখে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট হতে পেলে আমারা আরো পরিস্কার হতে পারব।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।