বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে নতুনপাড়া ও চামাগ্রাম চ্যাম্পিয়ন


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে ডা. আ,আ,ম মেসবাহুল হক বাচ্চু ষ্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। খেলায় বালিকা পর্যায়ে শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে চরঅনুপনগর ইউনিয়নের নতুনপাড়া সরকারি বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে, বালক পর্যায়ে বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ঝিলিম ইউনিয়নের জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন  অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।  এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।
এময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7