চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হচ্চে তিন দিনের ফলদ বৃক্ষ মেলা। আজ মঙ্গলবার বিকালে মেলার উদ্বোধন করবেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল।
ইতিমধ্যেই শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ করে ফেলেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জামান জানান, মেলায় নানা জাতের বিভিন্ন দেশী-বিদেশী ফল সবজির চারা কলম প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়াও বিভিন্ন ফলের তৈরী খাদ্য উপাদানও প্রদর্শিত হবে।
বৃক্ষ রোপনের সবার মাঝে সচেতনা বাড়াতে মেলা মঞ্চে তথ্যচিত্র দেখানো হবে। মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।