চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব,গোয়েন্দা পুলিশ ও বিজিবি’র অভিযানে ৫৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ১০০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার হয়েছে।এরা হলেন,জেলা শহরের পোলাডাঙ্গা মহল্লার মৃত.সাইফুদ্দিনের ছেলে আজহারুল ইসলাম জ্যোতি (৫০) ও জেলার শিবগঞ্জ উপজেলার সুরতন বেগম। গত সোমবার (২৪’জুন) রাত ৯টা থেকে মঙ্গলবার(২৫’জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৃথক অভিযানগুলো চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পোলাডাঙ্গা গ্রামে জ্যোতির বসত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান হতে  প্রায় ৫৯ লক্ষ টাকা জব্দ মূল্যের ৫৮৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জ্যোতি হাতেনোতে গ্রেপ্তার হয়। তবে এসময় ঘটনায় জড়িত অপর একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জের উত্তর মকিমপুর গ্রামের সুখ মুহম্মদের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ সুরতন বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জানান, সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার বাখের আলী বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের ৬ নং বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালায়। সীমান্তের ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ওই অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
জেলাব্যাপী মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তারের এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7