চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস’ ২০১৯ পালিত হয়েছে।  রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 

জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এ কে এম তাজকির-উজ-জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মঞ্জুরুল হুদা, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন, হিসাবরক্ষণ অফিসের উচ্চমান সহকারি (অবসরপ্রাপ্ত) মো. সাদরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কর্মকান্ডে বিশ্বাসী। প্রশাসনকে জনমূখী ও জনবান্ধব করার জন্য সরকার চেষ্টা অব্যাহত রেখেছে।  অতীতের অভিজ্ঞতা ও ব্যর্থতার পর্যালোচনার মাধ্যমে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7