বর্ণীল আয়োজনে নিজেদের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। সকালে সবুজসংঘ মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা।
পরে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।
পরে জেলা আওয়ামীলীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন প্রমুখ।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।